যা পাখি উড়তে দিলাম তোকে ...!!
যা পাখি উড়তে দিলাম তোকে, খুজে নে অন্য কোন বাসা... খুজে নে অন্য কোন মন; ভুলে যা বন্য ভালোবাসা ...!! একেকটা দিন - একেকটা রাত, ফিরে গেছি রোজ রোজ বাড়িয়েছি হাত, তোকে ধরে রাখতে গিয়ে হায়... দারুণ দুপুর, ধূসর বিকেল সর্বশান্ত সন্ধ্যায়... এ বুকে আকাশ রেখেছিলাম, এ শরীর অশান্ত জঙ্গল; খোলা মনে উড়তে পারলিনা এ মনের তুই কি পাবি তল !! যা পাখি উড়তে দিলাম তোকে... যা.. খুজে নে অন্য কোন বাসা, খুজে নে গৃহস্থ্য জীবন... ভুলে যা বন্য ভালোবাসা যা... সুখে থাক শিকল বেঁধে মনে ভুলে যা বন্য ভালোবাসা...!!!